স্ত্রীর দাবিতে স্বামীর বাড়ীতে অনেশন
আবির হোসাইন শাহিন. সিরাজগঞ্জ প্রতিনিধি :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে হারুন আর রশিদের বাড়ীতে একই ইউনিয়নের আমলাগাছী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে রুজিনা বেগম স্ত্রীর দাবী জানাতে গেলে স্বামীকে বাড়ীতে না পেলেও শাশুরির নিকট হতে তালাকের কাগজ পেলো অসহায় রুজিনা বেগম। স্বামী হারুন আর রশিদ পলাতক থাকায় রুজিনা স্ত্রীর দাবী নিয়ে আসলে শাশুরী হামিদা বেগম রুজিনা কে বাড়ী ভিতরে ঢোকতে নিষেধ করে ও বাধা দেয়। এসময় হামিদা বেগম রুজিনা বেগম কে পুত্রবধূ হিসাবে গ্রহনে অস্বীকৃতি জানিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে তালাকের কাগজ দিয়ে দেন শাশুরী হামিদা বেগম। এসময় স্থানীয়রা সহ রুজিনার বাবা মা উপস্থিত ছিলেন। এরপর স্ত্রীর দাবীতে অবস্থানরত রুজিনা বেগম তালাকের কাগজ হাতে নিয়ে ফিরে যান পিতৃলয়ে। এসময় হারুনের মা হামিদা বেগম জানান,আমার ছেলে বাড়ীতে নাই তাই আমি কাউকে বাড়ীতে ঢুকতে দিবো না। এসময় বাড়ী প্রবেশ গেটে দাড়িয়ে থেকে সকলকে বাড়ীতে প্রবেশে বাধা সৃষ্টি করেন। তিনি রুজিনাকে ছেলের বউ হিসাবে মেনে নিতে চান না। তাকে অস্বীকার করেন এবং নোটারী পাবলিক কার্যালয় থেকে তালাক পত্রের ফটোকপি প্রদান করে। এসময় রুজিনা বেগম বলেন, হারুনের সঙ্গে বিয়ের পর আমি অন্তসত্তা হয়ে পড়ি এরপর স্ত্রীর দাবী নিয়ে হারুনের বাড়ীতে আসলে আমাকে তালাক দিয়েছে তা আমরা আদালতের আশ্রয় নিবো। রুজিনার বাবা জহুরুল জানান, আদালতের মাধ্যমে এর বিচার চাইবো।