সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসব পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাকজোমক সূবর্ণ জয়ন্তী উৎসব পালন করা হয়েছে। শনিবার (১৬মার্চ-২০১৯) সকালে চন্ডিদাসগাতি বিদ্যালয় প্রাঙ্গনে সূবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সদর আসনের দুই দুইবারের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ এম আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয় প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান সৈয়দ তারেক আকবর আলী, সোনালী ব্যাংকের ডিজিএম ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আব্দুল মান্নান। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মীর সুরুজ্জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও প্রাক্তন ছাত্র এস এম তফিজ উদ্দিন ও প্রতিষ্ঠাতার দৌহিত্র সৈয়দ সাদ আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস, এম নাছিম রেজা দীপু, বিদ্যালয় প্রতিষ্ঠাতার পুত্র বধু সেলিনা তারেক মালা, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ উদ্দিন পবলু, আব্দুস সাত্তার শিকদার, সৈয়দ বেলাল হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আযম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামাল আকন্দ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল মোতালেব সেখ,সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়াদুদ তালুকদার,সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলামসহ সকল শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী ও সুধীবৃন্দরা ।