সেচ্ছায় শ্রম ও টাকা দিয়ে রাস্তা মেরামত করল ভ্যান শ্রমিকরা
আবির হোসাইন শাহিন :
তারালী-জাফরপুর ব্রীজের জাফরপুরের অংশে ব্রীজ থেকে নেমেই একটা খাদের সৃষ্টি হয়ে আছে,, সেখান দিয়ে ভারী যানবাহন চলতে গেলে দুর্ঘটনায় পড়তে হয় তাদের,, তাই জাফরপুরের ভ্যান শ্রমিকেরা শনিবার বিকালে ইট ও বালি দিয়ে খাদটিকে অস্থায়ী ভাবে মেরামত করেছে। এ সময় তাদের ছোট, বড়, মাঝারি যানবাহন, ভ্যান ও মটর সাইকেল চালকদের কাছ থেকে টাকা তুলতে দেখা যায়। পরবর্তী কোন দুর্ঘটনা এড়াতে ব্রীজ ও ব্রীজের সামনে খাদ মেরামত করা খুবই জরুরি হয়ে পড়েছে। তারালী-জাফরপুর ব্রীজটি ভেঙে ব্রীজের উপরের অংশের রড বেরিয়ে গেছে। তথ্য সংগ্রহে নির্দেশনায়: সাঈদ মেহেদী (সাধারণ সম্পাদক, কালিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও চেয়ারম্যান, কালিগঞ্জ উপজেলা পরিষদ) সসহযোগিতায়ঃ ক্যাপ্টেন পারভেজ, সভাপতি বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ, কালিগঞ্জ উপজেলা শাখা তারালী ইউনিয়ন তথ্য-প্রযুক্তি লীগ, তারালী কালিগঞ্জ সাতক্ষীরা