সিরাজগঞ্জ

সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন -এমপি ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

আজিজুুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

আসন্নএকাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সিরাজগঞ্জে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন সদর-কামারখন্দ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

মঙ্গলবার (২৭নভেম্বর’১৮) সকাল সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র দাখিলের আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন রতুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী, সিরাজগঞ্জ চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু, করতোয়া পত্রিকার ব্যুরো প্রধান হেলাল আহমেদ, সিনিয়র সাংবাদিক আবদুল কুদ্দুস, যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল, আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক জাকিরুল ইসলামসহ অনেকে।
পরে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুন্নাহার সিদ্দিকার কাছে মনোনয়ন দাখিল করেন।