সিরাজগঞ্জ

সিরাাজগঞ্জে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজa

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের ৮ টি উপজেলা, ২ থানা, সিরাজগঞ্জ পৌরসভা মিলে ৫৩৬ টি মন্ডপে দুর্গাপুজার আয়োজন করা হয়েছে।

ঢাকের বাদ্য, কাঁসর আর ঘন্টা ধ্বনী ও ধুপধুনার গন্ধে প্রতিটি মন্দির প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠছে। শাস্ত্রমতে দুর্গাপুজোর অষ্টমীর তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মানুসারে এই তিথিতে বেশ কিছু উপাচার করা হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। মহাঅষ্টমী তিথিতে দেবীকে কুমারী ও চামুন্ডা রূপে পুজো করা হয়ে থাকে।

পূজা, আরতী, অঞ্জলী ও ভোগ রাগের মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে। এ ভাবে অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে শুক্রবার শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

দেবী আসছেন ঘোটকে ফল ছত্রভঙ্গ আর যাবেন দোলায় ফল মড়ক। তাই ভক্তরা মায়ের চরণে অঞ্জলী দিয়ে দেবী দূর্গার কাছে প্রার্থনা করবেন যাতে সকল অমঙ্গল দূর হয়ে তার নিজের, পরিবারের ও দেশের সকলের মঙ্গল স্থাপিত হয়।

প্রার্থনা করবেন যাতে করে দেশ তথা বিশ্ব থেকে করোনা মহামারিসহ সকল প্রকার রোগ দূর হয়ে শান্তি স্থাপিত হয়। মন্ডপের পুরোহিতরা জানান, কল্পারম্ভের মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে। সবাই আশা করছেন যেন শারদীয় দূর্গা পূজাের শুভ সম্পন্ন হয়।

এদিকে শারদীয় দুর্গাপূজা-২০২১ উপলক্ষে সিরাজগঞ্জের সকল থানা এবং জেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা-উপজেলা পূজা উৎযাপন পরিষদের নেতাদের সঙ্গে দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে বিভিন্ন ধরনের দিক নিদের্শমূলক আলোচনাসভা করা হয়েছে । এছাড়াও শারদীয় উৎসবকে কেন্দ্র করে স্ব-স্ব উপজেলা প্রশাসন সবসময় মনিটরিং করছে এবং পুলিশ বাহিনীসহ কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।