সিরাজজঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে গোপন বৈঠকের ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তাসহ ৬ জনের জামিন মঞ্জুর
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে গোপন বৈঠক করার অভিযোগে গ্রেফতারকৃত ৬ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (৯ মে-২০২৪) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সদর আদালতের বিজ্ঞ বিচারক মোঃ বেলাল হোসেন এই জামিন মঞ্জুর করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন, আসামি পক্ষের আইনজীবী সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন।
এর আগে গত রোববার সন্ধ্যায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে এক প্রার্থীর সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগেটির সত্যতা মেলায় সংবাদ সম্মেলন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
আদালতে জামিনকৃত প্রিসাইডিং কর্মকর্তারা হলেন, যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম, এস.বি.রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ওমর আলী কওমি মহিলা মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও এস.বি. রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোঃ আবুসামা, বাহুকা ডিগ্রি কলেজে’র প্রভাষক ও বনবাড়ীয়া পাইকপাড়া মডেল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক এস. বি ফজলুল হক সড়ক শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল কর্মকর্তা ও হরিণা বাগবাটি স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইয়াসিন আরাফাত এবং শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর ইসলাম।