সিরাজগঞ্জ -৬ আসনের উপনির্বাচনে এনায়েতপুর থানা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনু্ষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে এনায়েতপুর থানা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ অঅক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের নৌকার প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুস ছামাদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সামছুজ্জামান আলো, কেন্দ্রীয় মহিলা আআওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ড. জান্নাত আরা হেনরী তালুকদার সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন দেশের প্রতিটি জনপদে দৃশ্যমান। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আসন্ন প্রতিটি নির্বাচনে ভোট হবে উৎসব মুখর। এসময় তিনি আরও বলেন, ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়সহ নির্বাচনী এলাকার ভোটাররা আশা করি উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার জন্য নৌকায় ভোট দিবেন। সবাইকে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।
এর আগে তিনি নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে পথ সভা ও দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা করে ভোটারদের কাছে নৌকায় ভোট প্রাথর্না করেন।