চৌহালী/এনায়েতপুর

সিরাজগঞ্জ ৫আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মমিন মন্ডলের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল মনোনয়ন পত্র উত্তলেন করেছেন।

বুধবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সানোয়ার হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ওমর ফারুকের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র উত্তলেন করেন।

এসময় উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ,চৌহালী উপজেলা আওয়ামীলীগের (ভা:)সভাপতি আবু নজির মিয়া, সাধারন সম্পাদক ফারুক সরকার, সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, আব্দুর রশিদ বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক তাজউদ্দিন , জেলা পরিষদের সদস্য গনি মোল্যা, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার, আব্দুল কাহ্হার সিদ্দিকী, আব্দুল মতিন মন্ডল, রাশেদুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হয়দার মুন্না, সাধারণ সম্পাদক মোল্যা বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আরিফ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিম রেজা, সাধারন সম্পাদক মাইন মোল্যা সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।পরে দুপুরের দিকে উত্তলিত মনোনয়ন ফর্ম পূরন করে সহকারী রিটানিং কর্মকর্তার নিকট জমা দেওয়া হয়.।