সিরাজগঞ্জ সয়দাবাদে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় এলাকায় ট্রাকের ধাক্কায় ইবনে আশোয়াত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ইবনে আশোয়াত নওগাঁ জেলা সদরের ধুবলহাটি গ্রামের সাতোয়ার রহমানের ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।
মঙ্গলবার (২৫ মে) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের সয়দাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, নিহত আশোয়াত মোটরসাইকেলযোগে ঢাকা যাওয়ার পথে ট্রাকের নতুন লেনে ঢুকে পড়েন।
সোমবার রাতে বৃষ্টি হওয়ায় সড়কটি পিচ্ছিল ছিলো। ফলে চাকা পিছলে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ আহত আশোয়াতকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান।