সিরাজগঞ্জ সরকারি কলেজে ৫দিন ব্যাপী অমর একুশে বই মেলা শুরু
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ॥
আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে ৫ দিন ব্যাপী অমর একুশে বই মেলা রবিবার (১৭ ফেব্রুয়ারী-১৯) কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে। বই মেলাটি উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম সোহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, গাজী ইসহাক আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ও শহর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আব্দুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, অধ্যাপক রাসিক বিশ্বাস, অধ্যাপক সাঈদ আবু বক্কর, সদস্য সচিব গ্রন্থাগারিক আবুল কাশেম আজাদ প্রমুখ। মেলা উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর টি.এম সোহেল। প্রধান অতিথির বক্তব্যে হাবিবে মিল্লাত মুন্না aaaবলেন, যারা ভবিষ্যতে সোনার বাংলার নেতৃত্ব দিবে তাদেরকে বেশী বেশী করে বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষা প্রসারে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। যুবকদের কে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং মুক্ত রাখতে বই পড়ার কোন বিকল্প নেই। দেশকে দুনীর্তি মাদক মুক্ত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইতিহাস বিভাগের প্রভাষক সোলায়মান হোসেন। বই মেলাটি ১৭ থেকে ২১ ফেব্রুয়ারী-১৯” ৫দিন ব্যাপী বই মেলায় প্রায় ৫০টি স্টলে প্যাভিলিয়ন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হাবিবে মিল্লাত মুন্না মেলার শুভ উদ্বোধন করেন। এসময় এ্যাড. মাহবুব টুটলের ইচ্ছাগুলো বইয়ে মোড়ক উন্মোচন করা হয়। মেলার শুরুতে অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা, শিক্ষার্থীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণে ধারা বনর্ণায় ছিলেন ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ।