সিরাজগঞ্জ সরকারি কলেজে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব পালন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥
এসো হে বৈশাখ, এসো এসোৃ বিগত বছরের অপ্রাপ্তির হিসাব চুকিয়ে বাংলা নববর্ষ-২৪২৬ কে বরণ করতে দিনব্যাপী সিরাজগঞ্জ সরকারি কলেজ বিভিন্ন কর্মসূূূচি পালন করেছে। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে, পহেলা বৈশাখ সকাল সাড়ে ৭টার দিকে কলেজ হতে বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থীরা সাদা-লাল রঙয়ের পোষাক পড়ে, বর্নিল সাজে সেঁজে, তরুণ-তরুণীরা মাথায় বাহারী তাজা ফুলের ব্যান্ড পরে হাতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের গ্রামীণ চিত্র হাতে নিয়ে তরুণ-তরুনীরা নেচে গেয়ে আনন্দ -উচ্ছাসে এক বর্ণাঢ্য মঙ্গলশোভা যাত্রা কলেজ প্রাঙ্গন হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মঙ্গল শোভাযাত্রার আহবায়ক ছিলেন, কলেজের অধ্যাপক আব্দুর রহমান, পরিচালনায় শিক্ষক আবুল কাশেম আজাদ ও আব্দুর রশিদ। উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের দুই দুইবারের নির্বাচিত এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বর্ষবরন -২৪২৬ এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজের সুযোগ্য অধ্যক্ষ টি, এম সোহেল। সার্বিক সহযোগিতা করেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। বর্ষবরণ এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে কলেজে পান্তা উৎসব – পান্তা ভাত , পিয়াজ,কাচামরিচ, আলু, তিল,ডাল ভর্তা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের খাওয়ার ধূমপড়ে যায়। ঘড়ির কাটায় যখন সকাল ৯ টা বাজে তখন বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখের আমেজের এ দিনটিকে আনন্দঘন করতে কলেজের সাহিত্য -সংস্কৃতি ক্লাবের উদ্যগে আমতলায় এক মঞ্চে ক্লাবের তরুণ -তরুণী শিক্ষার্থীরা নৃত্য, সংগীত,আবৃত্তি করে সবাইকে আনন্দে মাতিয়ে তোলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, সহযোগি অধ্যাপক সাঈদ আবুবক্কর।