সিরাজগঞ্জ সরকারি কলেজে’র এইচ.এস সি-৯৩ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজে’র এইচ.এস সি -৯৩ ব্যাচের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩জুন) সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্হ ডাব্লিউ এফ রেষ্টুরেন্টে উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা এস.এম আনোয়ার হোসেন রাজেশ। এসময় উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র এইচ, এস সি -৯৩ ব্যাচের আহবায়ক জহুরুল ইসলাম বাবু, যুগ্ন-আহবায়ক এ্যাডঃ মোঃ আব্দুল্লাহ, এ্যাডঃ মোজাম্মেল হক, মীর রাশেদ শুভ্র, এম, এ মুকিত (ব্যাংকার) মোঃ সালাউদ্দীন খান, মোরশেদ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, নজরুল ইসলাম (সদর ভূমি সহকারি) রেজাউল করিম (ইউ’পি সচিব) শফিকুল ইসলাম, (ইউপি সচিব) নজরুল ইসলাম (সংগীত শিল্পী), আনোয়ার হোসেন(বিএল) (আশরাফ আলী(প্রধান শিক্ষক), হিটলন সাহ,জ্যোতি, শারমিন সাথী,মাহমুদা সাথী, গিনী, আরজু, মিতা প্রমুখ।