সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে অমর একুশ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় দিবসটি সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ নানা আয়োজনে পালন করেছে।কলেজে ২১ ফেব্রয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, ভোরে জাতীয় পতাকা উত্তোলন , প্রভাত ফেরী, বইমেলায় শিক্ষক -শিক্ষার্থীদের বইমেলায় পদাচারনা,বই ক্রয়, উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সন্ধ্যায় শেখ কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,কলেজের প্রফেসর মোহাঃ মোজাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ টি.এম সোহেল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক উম্মে তাসলিমা প্রমুখ। সঞ্চালক ছিলেন, ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ সোলায়মান ও উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক মোমেনা ইসলাম।