সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে”সম্প্রীতি রক্ষা” দিবস পালন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :
হিংসা-বিদ্বেষ ও সম্প্রদায়িকতা রুখে দাঁড়ান এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের “সম্প্রীতি রক্ষা” দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ নাজমুল চত্বরের গত শারদীয় দূর্গোৎসব কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলা সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট এক মানববন্ধন পালন করে।
সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ গৌর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য (টিম প্রধান রংপুর বিভাগ) ড. জান্নাত আরা তালুকদার হেনরী, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. ইসমাইল হোসেন, পথ নাট্য পরিষদের আহবায়ক ও মৃত্তিকা নাট্যশালা প্রধান পরিচালক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক আসাদ উদ্দিন উদ্দিন পবলু, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হীরক গুন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সন্তোষ কুমার কানু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, যুগ্ম- সাধারণ সম্পাদক প্রদীপ রায়, জেলা বাসদের আহবায়ক নব কুমার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড ইসমাইল হোসেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সদস্য ও প্রসূন থিয়েটারে সভাপতি মাহবুব-এ- খোদা টুটুল,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, সিরাজগঞ্জ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন দাস, সিরাজগঞ্জ জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক গোবিন্দ কর্মকার, সদর থানা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক অশোক ব্যানার্জি , নাবিক নাট্যগোষ্ঠী সাবেক সাধারণ সম্পাদক আশিক ইকবাল শামীম, নাট্য নিকেতন এর সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্ট প্রমুখ।