সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের কম্বল বিতরণ ।
বিশেষ প্রতিনিধি ঃ মোঃ হোসেন আলী (ছোট্ট) :
সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি ২০২০ রোজ রবিবার সকাল ১১টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সন্মানিত সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলেদেন সিরাজগঞ্জ পৌরসভার সন্মানিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, এসময়ে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও পথনাট্য পরিষদের আহবায়ক গাজী জগলু চৌধুরী, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ -সভাপতি মোঃ আব্দুস সামাদ, ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌর, জোটের নির্বাহী সদস্য মোঃ ফরিদুল ইসলাম সোহাগ, নাট্যনিকেতনের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী ( ছোট্ট) প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট আজকে অসহায় দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যেগ গ্রহণ করেছে। তবে ভবিষ্যতে এই ধরনের সহযোগীতার উদ্যেগের পরিসর আর ও বৃদ্ধি করার সর্বাত্বক প্রচেষ্টা থাকবে। আমাদের সবার উচিত যার যার সার্থক অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাড়ানো।