সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
” আমার ভাইয়ের রক্তে রাঙানো, ২১ফেব্রুয়ারি আমি কি ভূলিতে পারি , সেই অমর একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করেছে সিরাজগঞ্জ শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সবুজ কানন স্কুল এন্ড কলেজ । নানা আয়োজনে, যথাযথ মর্যাদায় প্রহরের শুরুতে মুক্তির সোপানে পুস্পতবক অর্পন, প্রভাত ফেরী, অত্র শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন , কবিতা আবৃত্তি, জেলা পর্যায়ে জাতীয় সংগীত পরিবেশেনে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ, আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।
অত্র বিদ্যাপীঠের অধ্যক্ষ শাহনাজ মাহফুজা পারভীন সভাপতিত্বে ২১ফেব্রুয়ারি অনুষ্ঠানের আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদেরর সাবেক কমান্ডার গাজী সোরহাব আলী, গাজী রইস উদ্দীন, গাজী অবসর প্রাপ্ত প্রকৌশলী আব্দুল মান্নান প্রমুখ।
এসময় অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মাসুদ আলম, শিক্ষক আসাদুল ইসলাম, ওয়াসিম সেখ, নূরে আলম হীরা, আতিকুজ্জামান,নূরনবী সেখ, খন্দকার মনোয়ারুল ইসলাম, মাহবুব আলম,সঞ্চিব কুমার, মাহফুজা খাতুন, শিরিন খাতুন, রওশন আরা, ফাতেমা খাতুন। অনুষ্ঠানে প্রায় সকল শিক্ষার্থীরা ও গার্লস গাইড এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।