সিরাজগঞ্জ সদর হাসপাতালের লিফটে রোগীসহ ৪জন আটক :উদ্ধার করলেন ফায়ার সার্ভিস
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল (সদর) হাসপাতালে লিফটে রোগীসহ ৪ জন আটকা পরেন। বুধবার সকাল সারে ৭টার দিকে আকস্মিকভাবে আটকা পরার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সঙ্গে সঙ্গেই রোগীর অন্য স্বজনরা জেনে চিৎকার শুরু করলে হাসপাতালের কর্মকর্তারা ছুটে আসেন। লিফটের দরজা কোনোভাবেই খুলতে না পারায় পরে ফায়ার সার্ভিসে খবর দিলে, কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে ফায়ার সার্ভিসের দল। আটকে থাকা ওই ব্যাক্তিদের প্রায় দের ঘন্টার অভিযানে তাদেরকে উদ্ধার করেন। আটকা পরা ব্যাক্তিরা হলেন, সদর উপজেলার বাউতারা গ্রামের আলী আসরাফের স্ত্রী হামীদা খাতুন ও ছেলে রোগী মেহেদী হাসান, পৌর এলাকার হোসেনপুর মহল্লার সাজ্জাত হোসেনের স্ত্রী সকিনা, ও সিরাজগঞ্জ রোড এলাকার বাবুল শেখের স্ত্রী বুলবুলি। বর্তমানে সবাই সুস্থ্য আছেন বলে জানাযায়।
এবিষয়ে হাসপাতারের আরএমও ডা: মো: ফরিদুল ইসলাম কে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেননি। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: মঞ্জিল হক বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে লিফটের দরজা প্রায় ১ফুট খুলে দেওয়া হয় যেন আটকে পরা বাক্তিরা সুস্থ্য থাকেন। পরে তাদের কে উদ্ধার করা হয়।