সিরাজগঞ্জ সদর উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও উদ্বুদ্ধকরনে মিলনমেলা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক ঃ
কালিয়াহরিপুর ০৫ নং পাইকপাড়া পল্লীসমাজে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও উদ্বুদ্ধকরণে মিলন মেলা অনুষ্ঠানের সভাপতি ও সভাপ্রধান হাফিজা খাতুনের সভাপতিত্বে উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: সোহেল রানা, ব্র্যাক জেলা সমন্বয়কারি রইস উদ্দিন, কোনাবাড়ি দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক আ: রহিম, ইউ পি সদস্য ফাহমিদা খাতুন , সমাজসেবক নুপুর খাতুন, সমাজসেবক হবিবর পল্লীসমাজ সম্পাদক দুলু মিয়া, মিলনমেলা পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, অফিসার পিটি আতিকুর রহমান, সার্বিক সহযোগিতা করেন এসোসিয়েট অফিসার মাসুদ রানা ও ফেরদৌস হোসাইন
উল্লেখ্য – প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্য খেলা আমাদেরকে খুব বেশি মনে করে দেয়। এবং এই মিলন মেলার মাধ্যমে পারিবারিক কাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ যাতে না হয় এই জন্য লালকার্ড প্রদর্শনী ও সকলকে নিয়ে শপথ করান। যে সকল খেলা ধূলা আয়োজন করা হয়েছিল তার মধ্যে হলো :-
রচনা প্রতিযোগিতা,
চেয়ার খেলা
বালিশ খেলা
ঝুড়িতে বল নিক্ষেপ
সম্পদ রক্ষা
কুইজ প্রতিযোগিতা
সুখী পরিবার নির্বাচন # পাখি উড়ে
বাল্য বিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শনী। শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।