সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে, ৪৭ তম জাতীয় স্কুল,মাদ্রাসা,কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
মাকছুদা খাতুন,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে৪৭তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর মংগলবার সকালে উদ্বোধন করা হয়। উদ্বোধক ছিলেন,সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এসময় অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,জেলাক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক এমদাদুল হক এমদাদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা। সদর উপজেলার প্রায় ৪৭ টি হাই স্কুলের শিক্ষার্থীরা ফুটবল, হ্যান্ডবল, কাবাডি সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর সমাপণী পুরস্কার বিতরনী অনুষ্ঠান হবে বলে জানা যায়।