সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের বিশেষ উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের বিশেষ উন্নয়ন সভা বৃহস্পতিবার (২৪জানুয়ারি-২০১৯) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না । তিনি বলেছেন, সিরাজগঞ্জ সদর উপজেলার উন্নয়নের কাজ শীঘ্রই শুরু হবে । বহুতলভবন, অডিটোরিয়াম, মসজিদ, বাউন্ডারী ওয়াল নির্মান, সদর উপজেলার সবকটি ইউনিয়ের বাকি রাস্তা ও কালভার্ট গুলোর কাজ করাহবে , কালিয়া হরিপুর ইউপি’র পুকুরটি খননকরে আধুনিক পুকুরে রুপান্তরিত করা হবে, সরকারি সম্পদ অবৈধভাবে দখলকারিদের হতে উচ্ছেদ করা হবে, শিয়ালকোলের সরকারি জায়গাটি অবৈধ দখলকারীদের হাত থেকে মুক্ত করার জন্য ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানকে নির্দেশ দেন, তিনি আরো বলেছেন, উন্নয়ন কাজে কেউ বাধাগ্রস্হ করার চেস্টা করলে তাকে শাস্তি পেতেই হবে। সদর উপজেলার সরকারি সকল অফিসে কর্মকর্তাদেরকে হুসিয়ারী উচ্চারন করে বলেছেন, আপনারা কেউ দূর্নীতির সাথে জড়িত হবেন না আরো দায়িত্ববান হন। আমার নাম ভাংগিয়ে কেউ কিছু করতে আসলে আমাকে জানাবেন। তিনি আরো বলেছেন, অনেকটা অবহেলিত কাওয়াকোলা ইউনিয়নের উন্নয়নের জন্য আমি কাজ করবো। বিশেষ উন্নয়ন সভার সভাপতিত্ব করেন,সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার মোহাম্মাদ রায়হান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন।এসময় উপস্হিত থেকে ও বক্তব্য রাখেন, সহকারি কমিশনার(ভূমি) আনিসুর রহমান, সদর থানার ওসি মোহাম্মাদ দাউদ, জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি মোস্তফা কামাল, পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর প্যানেল মেয়র-(১) ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দীন, পৌরপ্যানেল মেয়র-(৩) রোমানা রেশমা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রোস্তম আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হারুনার রশীদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সবুর সেখ, আব্দুল মান্নান, আব্দুল আলীম, রুহুল আমিন সরকার, রাশিদুল ইসলাম রশীদ মোল্লা, আব্দুলল মজিদ মাস্টার, সিরাজগঞ্জ পৌরসভার পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, নাসিমা বেগম সহ সদর উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা ।