সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ এখন ভোটের মুখোমুখি।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপ কাল রবিবার ( ১০ মার্চ -২০১৯) অনুষ্ঠিত । বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীদের পদচারণায় মুখরিত সিরাজগঞ্জ সদর উপজেলা। নির্বাচনী উৎসব আমেজের এতটুকুও কমতি নেই সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের আমেজ নিয়ে ভোটের মাঠে ছুটে চলছে প্রতিজন প্রার্থী। সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলামের উড়োজাহাজ প্রতীকের বিরুদ্ধে লড়ছেন সাবেক ছাত্রনেতা, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এস,এম, নাসিম রেজা নূর দিপু। দিপুর প্রতীক টিউবওয়েল। দুই প্রার্থী ও তাদের সমর্থকরা ছুটে চলছেন উপজেলার প্রতিটি উইনিয়ন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে। নির্বাচন উপলক্ষে গণসংযোগ, মোটর সাইকেল শোভাযাত্রা, পথসভার মাধ্যমে অতিব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। জিহাদ আল ইসলাম জানান, আমি জাতীর জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আজ অবধি শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে আছি। নির্বাচিত হতে পারলে এ উপজেলাকে মাদক, দুর্নীতি ও বেকার মুক্ত করার পাশাপাশি সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবো। এদিকে অপর প্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে এস,এম, নাসিম রেজা নূর দিপু জানান, নির্বাচিত হলে সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। শিক্ষিত বেকার যুবকরা হতাশ হয়ে মাদকে আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে ব্যবস্থা করবো। আমি মাঠ পর্যায়ে সবার পাশে ছিলাম এবং থাকবো।