সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের দুই অতিরিক্ত কৃষি অফিসারের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাব্বির আহমেদ সিফাত এবং কৃষিবিদ মোছাঃ মিশু আকতার এর বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময়ে অনুষ্ঠানে তাদের দু’জনকে ফুলেল শুভেচ্ছা, উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে উক্ত বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে, ফুলের তোড়া, উপহার ও ক্রেস্ট প্রদান করেন, সদর উপজেলা কৃষি অফিসের কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত।
এসময়ে সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেনগুপ্তা, সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার শফিকুর রহমান, এসএপিপিও মোঃ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মী মোঃ সাইদুজ্জামান ছাবেরী, অঃ সহঃ কামঃ কম্পিউটার মুদ্রা মোঃ লিখন সরকার, অফিস সহায়ক মোঃ আবুল হাশেম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।