সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ঃ
সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বর্ধিত আলোচনাসভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শহীদ সোহরাওয়ার্দী রোডস্থ দলীয় আওয়ামীলীগ কার্যালয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাত্তার শিকদার এর সভাপতিত্বে বর্ধিত সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ- সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, প্রধান সমন্বয়ক প্রস্তুতি কমিটি ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, যুগ্ন সাধারন- সম্পাদক আবদুল বারী সেখ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, যুগ্ম আহবায়ক সদর উপজেলা আওয়ামী প্রস্তুতি কমিটির মিজানুর রহমান দুদু, সদর উপজেলা ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।