সিরাজগঞ্জ সদর উপজেলার ভূমিহীন – গৃহহীন ( ক শ্রেণির) পরিবারের শতভাগ পুনর্বাসন যাচাইকরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ সদর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পূনর্বাসন বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন – গৃহহীন ( ক শ্রেণি) পরিবারকে দুই শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। সারা দেশে ভূমিহীন – গৃহহীন ( ক শ্রেণী) পরিবারের হালনাগাদ তথ্য এবং জেলাসমূহের কর্মপরিকল্পনা অনুসারে দেখা যায় কোন উপজেলায় চলমান তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত গৃহ নির্মাণের মাধ্যমে।
গতকাল ৫ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা হল রুম পরিষদে উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ এর আয়োজনে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সামাদ তালুকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হাসান, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ নুরুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা সাবেক থানা কমান্ডার গাজী ফজলুর রহমান ফজলু, সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, প্রমূখ,
এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও সিরাজগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, পর্যালোচনা সভা সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার রবীন শীর্ষ।