সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বিজনেস কমিটি মিটিং এবং কম্বল বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ  ঃ

সিরাজগঞ্জ সদরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর বিজনেস এ্যাডভাইজারী কমিটি’র মিটিং  এবং বিদেশ ফেরতগামীদের কয়েক জন অসহায় মানুষের   মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।                      

মঙ্গলবার (৭জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের এম,এ মতিন সড়কের জগাইমোড়ে ব্র্যাক আর এস, সি অফিসে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ব্র্যাক মাইগ্রেশনের ডিষ্ট্রিক ম্যানেজার মোঃ রকিবুল হোসেন।   এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোঃ আবু এহিয়া খান। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।  অতিথি হিসেবে বক্তব্য, রাখেন,উপদেষ্টা মোঃ আসলাম পারভেজ। এসময় আরো বক্তব্য রাখেন,  ব্র্যাক মাইগ্রেশন প্রোগাম বিজনেস এ্যাডভাইজারী কমিটি’র সদস্য সাংবাদিক  আজিজুররহমান মুন্না, ছানোয়ার হোসেন,  জাহাঙ্গীর আলম পারভীন আক্তার  শফিকুল ইসলাম, রফিউল আলম,  মাজেদা খাতুন, গোলাম মোস্তফা, শাহিদা খাতুন প্রমুখ।অনুষ্ঠানে বিদেশগামী ফেরত অভিবাসীদের  সচেতনতা বৃদ্ধি,  প্রত্যাশার প্রচার বৃদ্ধি,  প্রাপ্ত বিভিন্ন অভিবাসীকে বিভিন্ন প্রতিষ্ঠানে রেফার করা। সম্ভাব্য অভিবাসীকে নিরাপদ অভিবাসনের ব্যাপারে সচেতন করা প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়।