সিরাজগঞ্জ সদরে বন্যামোকাবেলায় রোপা আমন ধানের আপদকালীন কমিউনিটি বীজতলা স্হাপন।
আজিজুুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদরে বন্যা মোকাবেলায় রোপা আমন ধানের আপদকালীন কমিউনিটি বীজতলা স্থাপন করা হয়েছে। সম্প্রতিক বন্যা এবং বন্যার পানি জমে রোপা আমন ধানের বীজতলা বেশকিছু এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। আর ক্ষতি মোকাবেলায় আপদকালীন বীজতলা তৈরী করেছেন। শনিবার (২৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোঃ রোস্তম আলী জানান, রোপা আমনধানের বীজতলার ক্ষতি মোকাবেলায় পুর্নবাসন কর্মসূচীর আওতায় সদও উপজেলায় মোট ৫ (পাঁচ) একর জমিতে আপদকালীন কমিউনিটি বীজতলা স্থাপন করা হয়েছে।
বড়হামকুড়িয়া, পোটল ছোনগাছা, পারপাচিল, ধলডোব এলাকায় কমিউনিটি বীজতলা তৈরী করা হয়েছে। বীজতলা যেসব কৃষকের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে সে সকল এলাকার কৃষককে ১.৬৫ শতকের বীজতলার চারা প্রদান করা হবে যাতে ১ (এক) বিঘা জমিতে চারা লাগাতে পারে। সিরাজগঞ্জ সদর উপজেলায় মোট ৩০৩ জন কৃষক ৩০৩ বিঘা জমির চারা পাবেন। বীজতলার অবস্থা বেশ ভাল। অল্প কয়েক দিনের মধ্যে এসব চারা কৃষকের মাঝে বিতরন করা হবে। কৃষি বিভাগের আপদকালীন বীজতলা কৃষকের মাঝে সাড়া ফেলেছে। বন্যার ক্ষতি মোকাবেলায় এসব চারা কৃষকের চাহিদা মোকাবেলা করতে সক্ষম না হলে ও অনেকটা উপকারে আসবে বলে সংশ্লিস্টরা মনে করেন।