সিরাজগঞ্জ সদরে এসএমই সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ সদর এর আয়োজনে, রোববার (৩ রা মার্চ ২০১৯) সকাল ১১টায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় এসএমইর সরিষা প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। টুকরা ছোনগাছা গ্রামে বারি সরিষা-১৪ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার উপ -পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আমির হামজা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, সিরাজগঞ্জ, কৃষিবিদ এস এম সহীদ নূর আকবর, জেলা প্রশিক্ষণ অফিসার, সিরাজগঞ্জ, কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ, অতিরিক্ত উপ পরিচালক (পিপি),কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ ও কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,সিরাজগঞ্জ সদর। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আবু আউয়াল, মোঃ সাইদুল ইসলাম ও মোঃ আমজাদ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন।
শতাধিক কৃষকের উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ রোস্তম আলী, উপজেলা কৃষি অফিসার, সিরাজগঞ্জ সদর। বক্তরা বলেন বারি সরিষা-১৪, স্বল্প জীবন কালের একটি তৈল জাতীয় ফসল,মাত্র ৭৫-৮০দিনে ফসল কর্তন করা যায়। রোপা আমন এবং বোরো ফসলের মাঝে চাষ করা সম্ভব। ফলনও ভাল,খরচও কম। এছাড়া ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা সৃষ্টি করে উন্নতমানের বীজ উৎপাদনকারী তৈরী করা এ প্রকল্পের একটি উদ্যেশ্য বলে বক্তাগণ উল্লেখ করেন। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ডাল,তেল,মসলা বীজের ঘাটতি মেটানো এবং আবাদ এলাকা বৃদ্ধি করা সম্ভব।