সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে ২০১৯/২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ২৭মে দুপুরে ছোনগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান শহিদুল আলমের সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ জহুরুল ইসলাম,তারিকুল ইসলাম, সেলিম রেজা ও ইউপি সচিব মোঃ এমদাদুল হক প্রমূখ। স্থানীয সরকারের ইউনিয়ন পরিষদের সুশাসন প্রতিষ্ঠা, কার্যকর শক্তিশালী স্থানীয় সরকার বাস্তবাতন , উন্নয়ন পরিকল্পনা সকল কাজে জনগণের অংশ গ্রহন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষে এ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছোনগাছা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল আলম বলেন- স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও মানোন্নয়নে নিয়মিত কর প্রদান করতে হবে। জনগণের ১০০% ভ্যাট ও করের মাধ্যমে ইউনিয়ন পরিষদের রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, মন্দির ও ঈদগাহ মাঠসহ সকল ধরনের উন্নয়ন কাজ করা সম্ভব। তিনি সকলকে নিয়মিত কর পরিশোধ করে ইউনিয়ন পরিষদকে গতিশীল করার আহবান জানান। এ সময় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ মুকুল হোসেন, সামচুল আলম, লিপি খাতুন ও আলুফা খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে ২০১৯/২০ অর্থ বছরে আয় ধরা হয়েছে এককোটি,বায়ান্ন লক্ষ, আটার হাজার, ছয়শত চৌত্রিশ টাকা। ব্যয় ধরা হয়েছে এককোটি, একান্ন লক্ষ, ছয়চল্লিশ হাজার,তিন শত চল্লিশ টাকা। অনুষ্ঠানে, উন্মুক্ত বাজেট ঘোষণা করেন- ইউপি সচিব এমদাদুল হক।