সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১আহত ৩
আবির হোসাইন শাহিন (সিরাজগঞ্জ প্রতিনিধি)
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে,আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের হাট প্রাচীল থেকে যাত্রী বাহী একটি অটো ভ্যান খুকনী যাওয়ার পথে জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ী নামক স্থানে (লোকাল সড়কে)অপর দিক থেকে আসা একটি নসিমন টলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটো ভ্যানে থাকা চারজন গুরতর আহত হয়। আহতদেরকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আব্দুল রকিব(৪৫) নামের একজন মারা যায়্।জানা যায়, আব্দুল রকিব হাট প্রাচীল গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র । আহতরা হলেন হাটপ্রাচীল গ্রামের মোঃ গিয়াস উদ্দিন (৩৫) ও মোঃ বাবু (২৫),মোঃ রহিম (২০)একই ইউনিয়নের জয়পুরা গ্রামের মোঃ আজিজুলের পুত্র। এলাকাবাসী জানায়, নসিমনের ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ী চালানোর ফলে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।