সিরাজগঞ্জ শহরে সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্যে-পুলিশ সুপারের নিকট চেক হস্তান্তর।
আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরকে ডিজিটালের আওতায় আনার লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা উন্নতির জন্য শহরের প্রধান প্রধান সড়কের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য -সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুু্ন্না এর ব্যক্তিগত তহবিল থেকে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম বিপিএম এর হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
সোমবার (২৪ মে) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে উক্ত চেক হস্তান্তর কালে উপস্থিত ছিলেন – সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।