সিরাজগঞ্জ শহরের ৫শ মানুষকে রান্না করা খাবার দিচ্ছেন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত এমপি
সিরাজগঞ্জ:
চলমান লকডাউনে গরীব ও দুঃস্থ অসহায় এবং পথ শিশুদের মুখে একবেলার খাবার তুলে দিচ্ছেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। দুই সপ্তাহের কঠোর লকডাউন চলাবস্থায় প্রতিদিনই সিরাজগঞ্জ শহরের ৫শ মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
সোমবার ( ২আগষ্ট ) দুপুরে শহরের বাজার স্টেশন চত্বর ও যমুনা নদীর তীরবর্তী পুরাতন জেলখানা ঘাট এলাকায় ভাসমান অসহায় ও দুঃস্থ এবং ছিন্নমূল ৫শ মানুষকে প্রতিদিনের মত দিনের মতো খাবার বিতরণ করা হয়। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাবার প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী যুবলীগে সাধারণ সম্পাদক মোঃ একরামূল হক একরাম, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য শেখ সাইফুল্লাহ সাদী,সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাজু ও মোঃ সিরাজুল ইসলাম রাজু, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও যুবলীগ নেতা সাংবাদিক সুজিত সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হাবিবে মিল্লাত এমপি বলেন, লকডাউনের ফলে গরীব ও দুঃস্থ অসহায় বাইরে যেতে পারছে না। তারাও কর্মহীন হয়ে পড়েছেন। এসব মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের ব্যানারে প্রতিদিন অসহায় গরিবদের খাদ্য দেয়া হচ্ছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত এই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
