সিরাজগঞ্জ শহরের বিভিন্ন কাঁচা বাজার স্থানান্তর।
“সংশোধনী জরুরী বিজ্ঞপ্তি”
বিষয়ঃ সিরাজগঞ্জ শহরের বিভিন্ন কাঁচা বাজার স্থানান্তর।
এতদ্বারা সিরাজগঞ্জ পৌরসভার সকল নাগরিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সারা বিশ্বে ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দুরত্ব বজায় রাখার স্বার্থে অস্থায়ীভাবে আগামী ১৮ই এপ্রিল ২০২০ রোজঃ শনিবার থেকে • বড়বাজার সিরাজগঞ্জ কলেজ মাঠের পরিবর্তে (সবজি বাজার জ্ঞানদায়ানী স্কুল মাঠ ও মাছের বাজার হৈমবালা স্কুল মাঠে। • কালিবাড়ী বাজার আমলাপাড়া ঈদগাঁ মাঠের পরিবর্তে পুরাতন জেলখানা ঘাট সংলগ্ন। • বাজার স্টেশন কাঁচা বাজার মাছুমপুর পানির ট্যাংকি মাঠে। সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার কার্যক্রম পরিচালনা অনুরোধ করা হল। এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহ্বানে সৈয়দ আব্দুর রউফ মুক্তা
মেয়র সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ।