সিরাজগঞ্জ রায়গঞ্জে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু !
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইউনিয়নের দক্ষিনপাড়া ভরমোহনী গ্রামে বিষধর সাপের কামুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ছেলে শিশুটির নাম তামিম (৮) পিতার নাম আব্দুল মমিন।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দীন ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ মে) রাতে বৃষ্টির সময় গোসল শেষে গলির মধ্য দিয়ে বাড়িতে ঢোকার সময় বিষধর সাপ তামিমকে ছোবল দেয়। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এসে তাৎক্ষনিক ভাবে পাশ্ববর্তী চরগোজা গ্রামের আজাহার ওঝাকে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা করেন। ওঝা আজাহার ঝাড়ফুক সহ ঔষধপত্র দিয়ে সাপের বিষ আর নেই বলে শিশুটিকে সুস্থ্য দাবী করেন। এরপর এশার নামাজের সময় শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ১০ টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যায়।
পরে বুধবার (২৬ মে) সকাল তামিমের নিজ গ্রামে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।