সিরাজগঞ্জ যমুনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবীতে মানব বন্ধন
স্টাফ রিপোর্টার ঃ
যমুনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ ও শহর রক্ষা বাঁধ সিরাজগঞ্জ
হার্ডপয়েন্ট রক্ষার দাবীতে শনিবার বিকেলে যমুনাপারের হার্ডপয়েন্ট
এলাকায় মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন সিরাজগঞ্জবাসীর
ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। এ ঘটনার পর পরই তাৎক্ষনিকভাবে
একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বালি উত্তোলনের যন্ত্র ভলগেটসহ
আনুসাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করে সিরাজগঞ্জ সদর থানা হেফাজতে রাখা
হয়েছে। এর কয়েক সপ্তাহ আগেও ভ্রাম্যমান আদালত একই স্থানে অবৈধ বালি
উত্তোলনের দায়ে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা করেছিল।
মানব বন্ধন কর্মসুচিতে বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা জহুরুল ইসলাম মন্ডল , জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।