সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুলে বই বিতরণ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“স্বাস্থ্য বিধিমেনে” – সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলে সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি ২০২২ ইং) শনিবার সকালে শহরের প্রাচীতম ভিক্টোরিয়া হাই স্কুলের হলরুমে – বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা শিক্ষা অফিসার- মোঃ শফীউল্লাহ , সদর মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, পৌরসভার প্যানেল মেয়র নুরুল হক।
অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম। বই বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা বক্তব্যে বলেন, আগামী দিনের শিশুরাই জাতির ভবিষ্যত। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শতভাগ শিক্ষা বিস্তার প্রতিষ্ঠার লক্ষ্যে বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন।তিনি প্রত্যাশা করেন শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে সুনাগরিক হয়ে গড়ে উঠবে। এসময়ে অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।