সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ ব্র্যাকের উদোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদক ঃ

“টেকসই আগামী জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আজ মার্চ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে।

সকাল ৮ টার ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর পর নারীর প্রতি বৈষম্য দূরীকরণে গণস্বাক্ষর কর্মসূচি করা হয়। সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উত্তলন পরবর্তী আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ হাবিবে মিল্লাত জাতীয় সংসদ সদস্য বিশেষ অতিথি মোঃ আব্দুল ছামাদ তালুকদার, ডাঃ জান্নাত আরা হেনরী, সেলিনা বেগম স্বপ্না, উপপরিচালক মহিলা বিষয়ক কানিজ ফাতেমা,ব্র্যাক জেলা সমন্বয়কারি মোঃ রইছ উদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, মোঃ তরিকুল ইসলাম, মোঃ মাসুদ রানা। সেলপ কর্তক নিধারিত তিন জন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক একজন সহ মোট চারজন সফল ও সাহসী নারীকে সম্মাননা প্রদান করা হয়।

এই নারীরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাহসী ভূমিকা রেখেছেন অথবা নিজেরা সহিংসতা জীবন থেকে বেরিয়ে এসে অর্থনৈতিকভাবে সফল হয়েছেন।ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পক্ষ হতে সাহসী নারী হিসেবে যারা সম্মাননা পেলেন তারা হলেন মোছাঃ মনিজা বেগম,মোছাঃ বিলকিস পারভীন, মোছাঃ সাঈদা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে খায়রুন। সকলকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

পরিশেষে বিকালে ব্র্যাকের উদোগে পৌরসভার রানীগ্রামে সম্প্রতি মেলা, আলোচনা সভা, নারী দিবস উপলক্ষে গণনাটক প্রদর্শন করা হয়। এ সময় আলোচনা সভায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সন্ঞালনে সভাপতিত্ব করেন মোঃ আবু সাঈদ সরকার, প্রধান অতিথি ছিলেন জনাব কানিজ ফাতেমা উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জ,বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ে ম্যানেজার পিটি কল্লোল বড়ুয়া আরও উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার পিটি আতিকুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, জেলা সমন্বয়কারি রইছ উদ্দিন সহ প্রমুক। পরে ১৫ জন বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।