সিরাজগঞ্জ বেলকুচিতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন করলেন মেয়র রেজা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচির ওপর দিয়ে বয়ে গেল কালবৈশাখী ঝড় । বুধবার রাত সাড়ে আটটার দিকে কালবৈশাখী ঝড়ের সাথে মূষলধারে বৃষ্টিও দেখা যায়। প্রায় ঘন্টা দেড়েক চলে বজ্রপাত সহ ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত। প্রচ- গরমের পর বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসলেও ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
সিরাজগঞ্জের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ঐদিন রাতে মূষলধারে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সাথে বেলকুচি অঞ্চলে ঝাড়ো বাতাস সহ কিছু কিছু স্থানে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কোথাও কোথাও ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে।
এমন ঝড়ে বেলকুচি পৌর এলাকার চন্দনগাতী, গাড়ামাসী, বয়রাবাড়ী, দেলুয়া ও ক্ষিদ্রমাটিয়া চরাঞ্চলে ঘর বাড়ী সহ ফসলী জমিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দুপুরে বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা তার পৌর এলাকার এসকল ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন করেন।
এসময় মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, আমার পৌর এলাকায় যে সকল ঘর বাড়ী ক্ষতিগ্রস্থ্য হয়েছে। এর মধ্যে অসহায় ও দুস্থ্যদের ঘর নির্মানে আমি সকল প্রকার সহযোগীতা করবো। একই সাথে ফসলের যে ক্ষতি হয়েছে সে জন্য কৃষি অধিদপ্তরের সহযোগীতায় ক্ষতি গ্রস্থ্যদের তালিকা তৈরী করে কৃষি পন্য সহায়তা দেয়া হবে।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বেলকুচির ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ায় উপজেলার ধুকুরিয়াবেড়া ও দৌলতপুর ইউনিয়নের ফসলি জমিতে অনেক ক্ষতি হয়েছে। ইতি মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারন করে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। অনুদান আসলে তা জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বন্টন করা হবে।
