বেলকুচি

সিরাজগঞ্জ বেলকুচিতে অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় আড়াই কোটি টাকা

আবির হোসাইন শাহীন ,নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ বেলকুচিতে অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় আড়াই কোটি টাকা। উপজেলার সদর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের সিদ্দিক মন্ডলের বাড়িতে মঙলবার গভির রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মেসার্স মুন্নি কটেজ ফ্যাক্টরির ৪ টি পাওয়ারলুম ১৮ তাত পাওয়ারলুমের তেনা সহ সরঞ্জাম পুরে যায়। এতে প্রায় আড়াই কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়। এলাকাবাসি জানায় রাতে হঠাত চিৎকারের আওয়াজ শুনে আমরা সিদ্দিক মন্ডলের বাড়িতে আগুন দেখতে পাই কিন্তু বিদুৎতের সম্পৃক্ততা থাকায় আমরা আগুন নিভানোর সাহস পায়নি। তাতক্ষনিকভাবে বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা ফোন রিসিভ করেনি।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ এসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করে দেয়।এলাকাবাসী অভিযোগ করে বিদ্যুৎ অফিসের গাফিলতির কারনে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। আমরা ঐক্যবোধ্যভাবে বিদ্যুৎ নিয়ন্ত্রণে আনি। বেলকুচি ফায়ার সার্ভিসের কর্মীরা জানায় থানার মাধ্যমে তারা খবর পেয়ে আসে এবং আগুন নিযন্ত্রণে আনে।