সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কোমল শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ও বিজয় দিবস সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কোমল শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য জাতির বীরসন্তানদের নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত এবং ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ও বিজয় দিবস সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য বীরসন্তানদের নিয়ে আলোচনা করেন মুখ্য আলোচক ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা তিনি বলেন, টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্ব, ত্যাগ, বিজয়ের আলেখ্য আর বাংলাদেশের অভ্যদয়ের পরস্পরা নিয়ে প্রগাঢ় তাৎপর্যময় সব উচ্চারণ, জাতীয় পতাকা, জাতীয় সংগীত, আর স্বাধীন দেশ উপহার দেওয়া বাঙালী জাতির মহত্তম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবকল্যানে রাজনীতির পাঠ -গভীর মমতায় কোমল শিশুদের মন-মননেই গেঁথে দেন।
এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাবেক পৌরসভা কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার। তিনি বলেন, আজকের শিশু-কিশোর, কিশোরীরা আগামীদিনের ভবিষ্যৎ। তাই তাদেরকে সুশিক্ষা দিয়ে মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে তুলতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।
স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারি ইংরেজি শিক্ষক মোঃ মাহবুব আলম। এ সন্মানিত অতিথি ছিলেন, ব্যবসায়ী আবু মুসা, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ রাসেদুল হক ইয়াসিন, অভিভাবক সদস্য মানিক সাহা প্রমুখ।
এ সময়ে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাতেম আলী, মোঃ আবু বক্কর, মোঃ আব্দুল মান্নান, লিখন সরকার সহ ও অন্যান্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।