সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদের পিতা শেখ কেরামত আলী আর নেই

 

মাসুদ রেজা, নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের বর্ষিয়ান রাজনীতিবিদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, পৌর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য, সিরাজগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এর পিতা আলহাজ্ব শেখ কেরামত আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (০৯ জুলাই) দুপুর ১২.৪৫ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

প্রবীন এই আওয়ামীলীগার মরহুম শেখ কেরামত আলীর জানাজা নামাজ অদ্য শনিবার বাদ মাগরিব কেন্দ্রীয় খাঁন সাহেবের পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন কার্য সর্ম্পন্ন হবে।

মরহুম শেখ কেরামত আলী দীর্ঘ রাজনৈতিক জীবনে সিরাজগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়রসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উনাকে হারিয়ে আজ সবাই শোকাহত। তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত, তার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে সিরাজগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি,
সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।