সিরাজগঞ্জ পৌরসভায় দুঃস্থ ও অসহায় ৮০টি পরিবারে ৮০টি গরু প্রদান।
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জঃ
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে,সিরাজগঞ্জ পৌরসভার বাস্তবায়নাধীন আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (UMIMCC) প্রকল্প এবং আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলীহুড (UMML) প্রকল্পের আওতায় উপকারভোগীদের জীবন মান উন্নয়নের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, পৌরসভার সুুুুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুুুক্তা সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, এনডিপি’র নির্বাহী পরিচালক আলাউদ্দীন খান। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে ওই অনুষ্ঠান শেষে পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী পৌরসভা প্রাঙ্গনে পৌরএলাকার গরীব, অসহায়, দুঃস্হ ৮০টি পরিবারের মধ্যে ৮০টি গরু বিতরণ করেন।
অনুষ্ঠানে ও গরু বিতরণ কালে সিরাজগঞ্জ পৌরসভার সচিব লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম মিয়া, পৌরপ্যানেল মেয়র-(৩) রোমানা রেশমা, সিরাজগঞ্জ পৌরসভার বস্তি উন্নয়ন ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মেডিক্যাল অফিসার ডাঃ একে, এম ফরহাদ হোসাইন, পৌর কাউন্সিলর নাছিমা বেগম, সালমাখাতুন( বি.এ) ময়দান আলী,খোদেজা মান্নান সহ অন্যান্য কাউন্সিলর , পৌরসভা কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্হিত ছিলেন ।