সিরাজগঞ্জ পৌরসভায় দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পৌরসভায় ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহায়তায় নগরের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন তাদের জীবিকা নির্বাহে (LIVELIHOOD SUPPORT) প্রয়োজনীয় উপকরণ সেলাই মেশিন, নগত অর্থ এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ৫৮টি দারিদ্য পরিবারের মধ্যে বিতরন করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী।
এতে, সভাপতিত্ব করেন, পৌরসভার সচিব লুুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সমাজউন্নয়ন কর্মকর্তা, এস,এম শাহ আলম, সিরাজগঞ্জ ব্র্যাকের ফিল্ড কো-অডিনেটর হাসানুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র -(২) গোলাম মোস্তফা, প্যানেল মেয়র -(৩) রুমানা রেশমা, কাউন্সিলর নাছিমা বেগম প্রমুখ।