সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভার মান উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কিত সমন্বয় সভা অনুষ্ঠিত

মাকছুদা খাতুন;সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভার চলমান রাস্তা-ঘাট, ড্রেন, কাটাখালের উন্নয়ন, পৌর শেখ রাসেল পার্কে রাইডার স্থাপনের লক্ষ্যে সকল উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কিত সমন্বয় সভা পৌরসভা হলরুমে বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সদর-কামারখন্দ আসনের এম.পি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। সভাপতিত্ব করেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক প্রভাস চন্দ্র বিশ্বাস, এল.জিইডি নির্বাহী প্রধান মিজানুর রহমান, জনসাস্থ্য প্রকৌশলী নির্বাহী তবিবুর রহমান তালুকদার, সিরাজগঞ্জ কাটাখালি উন্নয়ন প্রকল্প’র পি,ডি সুশান্ত কুমার পাল, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রধান মোঃ শাহজাহান আলী, সহকারী প্রকৌশলী নূরনবী, সচিব লুৎফর রহমান, প্যানেল মেয়র হেলাল উদ্দিন, গোলাম মোস্তফা, রুমানা রেশমা ও অন্যান্য পৌর কাউন্সিলররা। সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাকী সকল রাস্তা ঘাট, ড্রেন, রাসেল পার্কের উন্নয়ন কাজ অবশ্যই পেশাদার ঠিকাদার দিয়ে সমাপ্ত করতে হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পূন্ন

আজিজুর রহমান মুন্না॥ সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্ট-২০১৮ সম্পুন হয়েছে। ৫ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ বিশিষ্ট কবি আনোয়ার হোসেন রতু, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার। হেলাল উদ্দিন, শেখ ফরিদ আহম্মেদ, আক্কাস আলী, শাহআলম, মাছুমা আক্তার, মহসীন রেজা, আফরোজ জাহান, শামীমা সুলতানা. দিলরুবা, আবিদা সুলতানা ও প্রধান শিক্ষক জুলফিকার হায়দার ফিরোজ, রফিকুল ইসলাম, গোলজার, মিজানুর রহমান, আব্দুস সালাম ও অন্যান্য প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী ফুটবল খেলোয়ার ও দর্শকেরা। সমাপনী ফাইনাল খেলায় বঙ্গমাতা দলের পিপুলবাড়িয়া সরকারি বিদ্যালয়-চ্যাম্পিয়ন, গয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ ও বঙ্গবন্ধু দলের চরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মহেশ কাংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়। এ সময় বিজয়ী দের পুরষ্কার বিতরণ করা হয়। খেলার ধারাভাষ্যকার ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ।