সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভায় বর্জ্য ব্যবস্হাপনা সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে, পৌরসভার বর্জ্য  ব্যবস্হাপনা সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায়   সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে উক্ত অনুষ্ঠানে’র  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর -কামারখন্দ আসনের এমপি অধ্যাক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পৌরসভা সুযোগ্যমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন ,  স্কলারর্স  পাওয়ার লিমিটেড (ইউ কে) পরিচালক মোঃ নূরে আলম খন্দকার, সোলারস পাওয়ার্স পাওয়ার লিমিটেড এর পরিচালক মোহাম্মদ ডিন ইসলাম,  সিরাজগঞ্জ পৌরসভা পৌর প্যানেল- মেয়র হেলাল উদ্দিন, রোমানা রেশমা, পৌরসভার সচিব লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালাম মিয়া, সমাজ উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মেডিক্যাল অফিসার ডাঃ একে এম ফরহাদ হোসাইন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, পৌরসভার কাউন্সিলর নাছিমা বেগম  প্রমুখ।  আলোচনা সভায় বক্তরা বলেন, আগামি ৬ মাসের মধ্যে পৌরসভার ময়লা- আবর্জনা হতে প্রসেস এর মাধ্যমে জ্বালানী উৎপাদন এর কাজ করা হবে বলে জানান।