সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভায় দুঃস্হ,বয়স্ক ও প্রতিবন্ধিদের ভাতা বহি বিতরণ করা হয়েছে।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত সিরাজগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে বয়স্ক ভাতা,বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলা ভাতা,অস্বচছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বহি বিতরণ করা হয়েছে।  রোববার (২৮জুুুুলাই) সকাল ১০টার ওই  অনুুুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সদর-কামারখন্দ  আসনের এমপি অধ্যাপক ডাঃ  হাবিবে মিল্লাত মুন্না।  এতে সভাপতিত্ব করেন।  সিরাজগঞ্জ পৌরসভার  মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী।    ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক    মোঃ তৌহিদুল ইসলাম,  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান প্রমুখ।   প্রধান অতিথি এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, জননেত্রী মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি),ভিশন ২০২১ অর্জনের লক্ষ্য সমাজসেবা অধিদফতর কার্যক্রম গ্রহন করে এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সমাজ সেবা অধিদফতর দেশের দুঃস্থ,অবহেলিত,পশ্চাৎপদ,দরিদ্র,এতিম,অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমূখী কর্মসূচী নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।