সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কল্যাণসভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
রবিবার ( ১৯ জানুয়ারি ২০২০) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ আলাউদ্দিন মুক্তিযোদ্ধা ড্রিলসেড এ কল্যাণ সভা ও সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম-সেবা পদক, এসআই(নিঃ)/মোঃ ইয়াছিন আরাফাত, পিপিএম পদক এবং এএসআই(নিঃ)/বিকাশ চন্দ্র, পিপিএম পদক পাওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হাসিবুল আলম, বিপিএম, পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়। অতঃপর কনস্টেবল হতে নায়েক পদে এবং নায়েক হতে এএসআই(সঃ) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মচারীদের র্যাংক ব্যাজ পরানো হয়।
এ সময় অত্র জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে যারা পিআরএল গেছেন তাদেরকে সম্মাননা স্মারক (ক্রেস্ট)ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ।