সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এ কর্মবিরতি পালন!
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
কারিগরি শিক্ষায় জেলার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এ ২য় শিফটের কর্মবিরতি পালন করেছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। পলিটেকনিক, মনোটেকনিক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সমূহে প্রথম শিফটের ন্যায় দ্বিতীয় শিফটেও ক্লাস পরিচালিত হয়। সেই মর্মে সবাই ২য় শিফটের সম্মানী হিসেবে মূল বেতনের ৫০% পেয়ে আসছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের মাত্র ৫০% সম্মানী নিয়েই ক্লাস পরিচালনা করে আসছিলেন।কিন্তু তাদের দাবী একটি মহলের ষড়যন্ত্রে তা গত জুলাই/১৮ হতে অর্থ মন্ত্রনালয়ের একটি আদেশ মোতাবেক তা কমিয়ে ২০% এ নামিয়ে আনা হয়। শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীরা জানান,তাদের সাথে অমানবিক আচরন করা হচ্ছে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।তাদের ২য় শিফটের সম্মানী পূর্বের ন্যায় মূল বেতনের ৫০% বহাল রেখে পর্যায়ক্রমে ১০০% এ উন্নীত করার জোর দাবি জানানো হয়।বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি,বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন কর্মচারী সমিতি এর সম্মিলিত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা দেশের সকল পলিটেকনিক, মনোটেকনিক, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে একযোগে এই কর্মসূচী পালিত হচ্ছে বলে বক্তারা জানান। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী আগামী ১৮/০৩/২০১৯ থেকে ২১/০৩/১৯ পর্যন্ত ২য় শিফটের কর্মবিরতি এবং পরবর্তীতে দাবি আদায় না হলে আগামী ২৮/০৩/২০১৯ ইং থেকে লাগাতার ২য় শিফটের কর্মবিরতি পালন করা হবে বলে বক্তারা জানান।