সিরাজগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ফিরোজ- সাধারণ সম্পাদক পদে মনির বিজয়ী

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু ও অটোরিকশা( সিএনজি), মালিক সমিতি রেজিঃ রাজ-১১১০ এর ত্রি-বার্ষিকনির্বাচন(,২০২১-২০২৪ইং) শুক্রবার ১০ডিসেম্বর ২১ইং জাহানার উচ্চ বিদ্যালয়ে সকাল ৮ থেকে বিকেল-৪টা পর্যন্ত শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

এ নির্বাচনে যারা বিজয়ী হলেন – সভাপতি পদে মোঃ ফিরোজ আহমেদ (দেয়ালঘড়ি) , সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দিতায় – আলামিন রবি, সাধারন সম্পাদক পদে- মনির হোসেন মনির (বালতি), সহ সাধারন সম্পাদক পদে – খুশি আলম (কলসী), সাংগঠনিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় – আশরাফুর রহমান মিন্টু, অর্থসম্পাদক পদে মোঃ মেহেদী হাসান উজ্জ্বল (মোটরসাইকেল), সড়ক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় -মনোয়ারুল ইসলাম খন্দকার জুলফিকার, দপ্তর সম্পাদক পদে বেলায়েত হোসেন (হাতপাখা মার্কা) প্রচার সম্পাদক পদে মজনু সেখ (মাইক মার্কা), ক্রীড়া সম্পাদক পদে মোঃ শাহাদৎ হোসেন (ক্রিকেট ব্যাট মার্কা), সমাজকল্যাণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় মোঃ আবুল কালাম আজাদ ও কার্যকরী সদস্য পদে শিবলী রহমান শিবলী নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশন হযরত আলী,সহ কমিশনার আবদুল জব্বার খান রতু, জাকির হোসেন বাবু, সদস্য ফরহাদ হোসেন, আলহাজ্ব টুনু তালুকদার জানান এতথ্য জানান, তারা বলেন যে, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে ব্যালটের মাধ্যমে ভোটারগন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে আগামী তিন বছরের জন্য সমিতির সঠিক ভাবে পরিচালনার জন্য বিজয়ী১২-সদস্য বিশিষ্ট কার্যক্রম করবে । নবনির্বাচিত কমিটির ফিরোজ-মনির ও আমিনুল -খলিল দু’টি প্যানেল ছাড়াও আরো অনেকে স্বতন্ত্র নিজ ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করেন ।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.