সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বাউল গানের আসর অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশের ৬৪টি জেলার বটতলা কেন্দ্রীক বাউল গানের আসর কর্মসূচীর অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলা শিল্পকলার একাডেমীর আয়োজনে, শহরের স্বাধীনতা স্কয়ারের বটতলায় বৃহস্পতিবার ২৫ এপ্রিল বিকেলে বাউল শিল্পীরা গানে গানে উপস্হিত দর্শকশ্রোতাদের বিমোহিত করে। জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে সন্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক দিলীপ গৌর সাবেক সাধারন সম্পাদক ইমরান মুরাদ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক নূরে আলম হীরা, নব নাট্য সংঘ এর সাধারণ সম্পাদক শাহেদ সেলিম, সাংবাদিক আজিজুর রহমান মুন্না প্রমুখ।