সিরাজগঞ্জ জেলা রোভারের পুনর্মিলনী অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের আয়োজনে দিন ব্যাপি শতবর্ষপূর্তি উৎসব উদযাপন উপলক্ষে রোভার পুনর্মিলনী রবীন্দ্র কাছারীবাড়ি অডিটোরিয়ামে
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি-২০১৯) রোভার পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথমে সকাল ৯ টায় অনুষ্ঠান স্থলে সকল রোভার স্কাউটগণ রেজিষ্টেশন সম্পন্ন করে এবং দিনব্যাপী অনুষ্ঠানকে দু’টি ভাগে ভাগ করা হয়। সকাল সাড়ে ১০টায় প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মোঃ মাছুম বিল্লাহ মাহি। সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের রোভার স্কাউটস, গ্রুপের সহকারি সিনিয়র রোভার মেট ও গীতা পাঠ করেন সুরন্জন কুমার ( শুভ) শাহজাদ পুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট দলের পেট্রলিডার অতিথিদের কে স্কাফ ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ও পুনর্মিলনী অনুষ্ঠানের সকল অতিথিদের কে রোভারদের পক্ষ হতে টি-শার্ট হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে সকলে এক সাথে দাঁড়িয়ে স্কাউট প্রতিজ্ঞা পাঠ করা হয় প্রতিজ্ঞা করান মোঃ আক্কাছ আলী, ডি, আর, এস, এল, সিরাজগঞ্জ জেলা রোভার ও আর এস এল শাহাজাদপুর সরকারী কলেজ।
রোভার পুনর্মিলনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, শাহাজাদ পুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রফেসর মোঃ আজাদ রহমান, উপজেলা চেয়ারম্যান শাহজাদ পুর, সিরাজগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্কাস আলী ডি, আর, সিরাজগঞ্জ জেলা রোভার ও আর, এস, এল, শাহজাদ পুর সরকারী কলেজ সিরাজগঞ্জ। মীর জান্নাতুল ফেরদৌস লাভলী, মহিলা কাউন্সিলর শাহজাদ পুর পৌরসভা সিরাজগঞ্জ। মোঃ জিল্লুর রহমান রাজমান ডিগ্রী কলেজ, শাহজাদ পুর সিরাজগঞ্জ। মোঃ জসিম উদ্দিন আর, এস, এল মওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপ, শাহজাদ পুর সিরাজগঞ্জ। আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ রাসেল সেখ সাবেক রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও স্ট্যাডিজ প্লানিং মেম্বারশীপ অব গ্রোথ বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল। মোঃ আলতাফ হোসেন মওলানা সাইফুদ্দিন ডিগ্রী কলেজ ( পরির্দষক) শাহজাদ পুর সিরাজগঞ্জ। অনুষ্ঠান শুরুতে রোভার পুনর্মিলনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ রাসেল সেখ, সাবেক রাজশাহী বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও স্ট্যাডিজ প্লানিং মেম্বারশীপ অব গ্রোথ বাংলাদেশ স্কাউটস,।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশ দুপুর আড়াই টায় রোভার পুনর্মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ নাজমুল হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার শাহজাদ পুর সিরাজগঞ্জ। সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা রোভার এর সন্মানিত সফল সম্পাদক মোঃ সামছুল হক, অনুষ্ঠানটির সাথে সার্বিক দায়িত্ব পালন করেন, কমিটিতে যারা মোঃ আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি সিরাজগঞ্জ জেলা রোভার। মোঃ আজিম ইউনিট লিডার উল্লা পাড়া মুক্ত রোভার গ্রুপ। মোঃ মনিরা সুলতানা সিনিয়র রোভার মেট প্রতিনিধি সিরাজগঞ্জ জেলা রোভার, সিরাজগঞ্জ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, হিলফুল ফুযুল মুক্ত রোভার গ্রুপের ইউ নিট লিডার ও সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইউনিট লিডার মোঃ হোসেন আলী ( ছোট্ট) । পরে মনোমুগ্ধকর অনুষ্ঠানে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।